
সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি।।
কোস্ট গার্ডের অভিযানে মোংলা হতে হরিণের চামড়া সহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন।
কোষ্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল শুক্রবার রাত ১০ টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১ টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করে। এসময়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা তাদের টহল অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি।। 







































