
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকালে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ (পাংশা, বালিয়াকান্দি,কালুখালী) আসনের সংসদ বিএনপির মনোনয়ন পদপ্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
এসময় অন্যানের মাঝে বক্তৃতা করেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো হাবিবুর রহমান রাজা,কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আইনুল হাবিব,
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু,সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, কেন্দ্রীয় যুবদল নেতা আজমির হোসেন, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু,
নবাবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ। এসময় তিন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি।। 







































