
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে ‘বঙ্গো স্মার্ট আইটি’ নামে একটি আধুনিক ও যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গো স্মার্ট আইটির পরিচালক রেজাউল ইসলাম (সাগর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক, বিশিষ্ট আলেম মাওলানা ওয়ালিয়ার রহমান, সাউথখালী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. ইমাম হোসাইন, শিক্ষক ইলিয়াস হোসেন, এবং শহীদ তিতুমীর একাডেমির শিক্ষক তাইজুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে কম্পিউটার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। ‘বঙ্গো স্মার্ট আইটি’ তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র তাফালবাড়ীর মতো প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও যুবকদের আইটি শিক্ষায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সেন্টারটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 






































