
আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ
সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বিজিবি।
রোববার (১৩ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি ও গাড়াখালি নামক স্থান হতে ৯৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালসারি নামক স্থান হতে ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চুড়ি উদ্ধার করে।
তিনি আরও জানান, চোরাকারবারীরা বর্ণিত পণ্যসামগ্রী শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় এগুলো জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ 






































