মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত থেকে ২৭ লাখ টাকার রূপার গহনা জব্দ

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ১২ কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যার সময় রূপার গহনাগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবির একটি দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর কাছে মুন্সীপুর সরদারপাড়ায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগ তল্লাশি করে ১২ কেজি ২০০ গ্রাম রূপার গহনা পাওয়া যায়।

জব্দ করা গহনার বাজারমূল্য প্রায় ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জব্দ রূপার গহনা পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

জনপ্রিয়

আকাশে ইতিহাস রচনা করলো তুরস্ক

সীমান্ত থেকে ২৭ লাখ টাকার রূপার গহনা জব্দ

প্রকাশের সময় : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ১২ কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যার সময় রূপার গহনাগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবির একটি দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর কাছে মুন্সীপুর সরদারপাড়ায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগ তল্লাশি করে ১২ কেজি ২০০ গ্রাম রূপার গহনা পাওয়া যায়।

জব্দ করা গহনার বাজারমূল্য প্রায় ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জব্দ রূপার গহনা পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।