বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় ৪ দিনের সফরে কাতার যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে তিনি ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস  এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন-ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘আর্থনা সামিট’ চলবে ২২ ও ২৩ এপ্রিল। এবারের সম্মেলনে কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের কৌশল, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পরিবেশগত বৈচিত্র্যকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হবে।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

আজ সন্ধ্যায় ৪ দিনের সফরে কাতার যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের সময় : ০১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে তিনি ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস  এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন-ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘আর্থনা সামিট’ চলবে ২২ ও ২৩ এপ্রিল। এবারের সম্মেলনে কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের কৌশল, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পরিবেশগত বৈচিত্র্যকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হবে।