বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেত্রীর বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওসি তদন্ত আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় এক আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে নড়াইল জেলার একজন পুলিশ পরিদর্শককে স্থানীয়রা আটক করেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর রাজাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান শেখ (৫৪), নড়াইল সদর থানায় তদন্ত ওসির দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তারের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারভীনের স্বামী দেশের বাইরে অবস্থান করছেন, আর এই সুযোগে ওসি মফিজুর নিয়মিত ওই বাড়িতে আসতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং অভিযুক্ত কর্মকর্তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জনপ্রিয়

বছরজুড়ে যা যা করল ইবি ছাত্রদল

আ.লীগ নেত্রীর বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওসি তদন্ত আটক

প্রকাশের সময় : ০৪:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় এক আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে নড়াইল জেলার একজন পুলিশ পরিদর্শককে স্থানীয়রা আটক করেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর রাজাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান শেখ (৫৪), নড়াইল সদর থানায় তদন্ত ওসির দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তারের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারভীনের স্বামী দেশের বাইরে অবস্থান করছেন, আর এই সুযোগে ওসি মফিজুর নিয়মিত ওই বাড়িতে আসতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং অভিযুক্ত কর্মকর্তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।