
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেফুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১শে এপ্রিল ) সন্ধ্যায় জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামের মাদক ব্যবসায়ী সেফুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক জনকে আটকের পর তল্লাশি করে তার পরনে থাকা লুঙ্গির কোছা থেকে দুটি প্যাকেটের ভেতরে রক্ষিত ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মোহাম্মদ কবির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃত সেফুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে। গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 







































