সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: সুন্দরবনের রাজা

সুন্দরবনের রাজা

 নাজমুল ইসলাম

 

গহীন বনে নির্জন পথে,

সিংহাসনে বাঘ যে রথে।

নিশীথ রাতে ডাক সে হানে,

সুন্দরবন কাঁপে টানে।

নিঃশব্দে সে ছায়ায় চলে,

দেখলে শিকার কাঁপে গলে।

চোখে জ্বলে অগ্নিশিখা,

রাজা যেন জঙ্গলের দিখা।

মাছে, হরিণে চলে খেলা,

জীবন যেন বুনো মেলা।

স্রোতস্বিনী নদীর কোলে,

বাঘের গর্জন বুকে তোলে।

তবু মানুষ দেয় যে ধাওয়া,

ঘর ভেঙে চায় যে পাওয়া।

রাজা আজও বনে থাকে,

স্বাধীনতার গান যে গাকে।

সুন্দরবন তার আপন ঘর,

বাঘের তাতে নাই পর।

রাখতে হলে তার যে মান,

রক্ষা করো বন-জল-প্রাণ!

জনপ্রিয়

যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কবিতা: সুন্দরবনের রাজা

প্রকাশের সময় : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সুন্দরবনের রাজা

 নাজমুল ইসলাম

 

গহীন বনে নির্জন পথে,

সিংহাসনে বাঘ যে রথে।

নিশীথ রাতে ডাক সে হানে,

সুন্দরবন কাঁপে টানে।

নিঃশব্দে সে ছায়ায় চলে,

দেখলে শিকার কাঁপে গলে।

চোখে জ্বলে অগ্নিশিখা,

রাজা যেন জঙ্গলের দিখা।

মাছে, হরিণে চলে খেলা,

জীবন যেন বুনো মেলা।

স্রোতস্বিনী নদীর কোলে,

বাঘের গর্জন বুকে তোলে।

তবু মানুষ দেয় যে ধাওয়া,

ঘর ভেঙে চায় যে পাওয়া।

রাজা আজও বনে থাকে,

স্বাধীনতার গান যে গাকে।

সুন্দরবন তার আপন ঘর,

বাঘের তাতে নাই পর।

রাখতে হলে তার যে মান,

রক্ষা করো বন-জল-প্রাণ!