শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালীয়াকোটা হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবু আইয়ূব (২০)। তিনি সেচনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিরাই উপজেলার হাওর এলাকায় দিনভর বৃষ্টিপাত ছিল। সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে কৃষক আবু কাইয়ূম কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাংলাবাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া সময় পথেই তার মৃত্যু হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেচনী গ্রামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময় : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালীয়াকোটা হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবু আইয়ূব (২০)। তিনি সেচনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিরাই উপজেলার হাওর এলাকায় দিনভর বৃষ্টিপাত ছিল। সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে কৃষক আবু কাইয়ূম কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাংলাবাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া সময় পথেই তার মৃত্যু হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেচনী গ্রামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।