শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রূপালি ইলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে মাছটি নিয়ে আছেন বাজারে নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ দুই লাখ বিশ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।

স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালি, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

উল্লেখ্য, ইলিশের মৌসুম নয় এখন। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

প্রকাশের সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রূপালি ইলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে মাছটি নিয়ে আছেন বাজারে নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ দুই লাখ বিশ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।

স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালি, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

উল্লেখ্য, ইলিশের মৌসুম নয় এখন। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।