
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে মিনি পিকআপ-অটোরিকশার (সিএনজি চালিত) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইসহাক এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা জানা গেছে, শনিবার সকালের দিকে চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে।
জেলা প্রতিনিধি 







































