সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাছ কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আমিন কালা উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা পৌনে ১২টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর একটি বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। পৌনে ১২টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে পারলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে সরে যেতে পারেননি। এ সময় বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন,  বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে  থানা পুলিশকে জানানো হয়নি।

জনপ্রিয়

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

গাছ কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

প্রকাশের সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নোয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আমিন কালা উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা পৌনে ১২টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর একটি বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। পৌনে ১২টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে পারলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে সরে যেতে পারেননি। এ সময় বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন,  বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে  থানা পুলিশকে জানানো হয়নি।