
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করেছেন রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রষ্টিটিউট্স্ এন্ড রুটলেস চিলড্রেন (পার্ক)।
আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার হলদিয়া ইউপির এয়াছিন নগরস্থ রুহুল আমিন মাস্টারের বাড়ী সংলগ্ন ময়দানে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: জয়িতা বসু।
পার্ক এর প্রোগ্রাম সমন্বয়কারী ইসমাইল মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সমাজকর্মী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছলেহ উদ্দিন।
বিশেষ অথিতির বক্তব্যে রাখেন পার্কের প্রধান নির্বাহী মোঃ নজরুল ইসলাম, মাস্টার মোঃ ফরিদ, মোঃ জাহেদুল আলম (নাছিম চৌঃ), রাউজান প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন প্রমুখ।
এতে ১৫ নারীর হাতে ৩০টি ছাগল প্রদান করেন অথিতিবৃন্দ।
বক্তারা বলেন, ২টি ছাগল পালন করে একেকজন নারী চাইলে আত্মনির্ভরশীলের পাশাপাশি বড় খামার পর্যন্ত করতে পারেন।সবকিছু কিন্তু ইচ্ছা শক্তির উপর নির্ভর করে।
জানাগেছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক সহযোগিতায় রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রষ্টিটিউট্স্ এন্ড রুটলেস চিলড্রেন (পার্ক) এগুলো গ্রাম পর্যায়ে বাস্থবায়ন করছেন।
গবাদি পশু প্রতিপালন বিষয়ক প্রশিক্ষন ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান ছাগল পেয়ে নারীরা বলেছেন এ ছাগল দিয়ে আমরা চেষ্টা করবো অন্যদের ছাগল পালনে উদ্বোদ্ধ করার। কারন এটি একটি লাভজনক ব্যবসাও বটে। তবে ভাগ্য পরিবর্তনে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে।
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: 







































