
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভায়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা জব্দ ও দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস বাংলাদেশ কোস্টগার্ড এবং মোহনপুর নৌ-পুলিশফাঁড়ি। এছাড়া দুই জেলে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ড।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মতলবের মেঘনা নদীর মোহনপুর,বাহাদুরপুর,দশানী ও চরকাশিম বোরচর অংশে জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মতলবের মেঘনা নদীর চরকাশিম বোচর, মোহনপুর,বাহ্দাুরপুর,দশানী অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৩ জেলে ও ১টি নৌকা জব্দ করা হয়।
অভিযানে আটককৃত ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল মোহনপুর মেঘনা পাড়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর আটক জব্দকৃত নৌকাটি মোহনপুর নৌ-পুলিশ হেফাজতে রাখা হয়। এছাড়া দুই জেলেকে ৫ হাজার টাকা মোট ১০ হাজার জরিমানা আদায় করে উপজেলা ভ্রম্যমান আদালত এর বিচারক উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে আটকতৃত দুই জেলেরা হলেন,বাহাদুরপুর গ্রামের নাচিল উদ্দিনের ছেলে রহমান মিঝি ও শিকিরচর গ্রামের মৃত জাবেদ বেপারীর ছেলে মোঃ সোহেল।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































