
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে একটি পুরোনো কৃষ্ণচূড়া গাছে আগুনরাঙা ফুলে শোভা ছড়াচ্ছে। পুরো গাছজুড়ে ফুটে থাকা ফুল যেন প্রকৃতির হাতে আঁকা এক রঙিন চিত্রপট। পথচারীরা থেমে যাচ্ছেন, ছবি তুলছেন, মুগ্ধ চোখে দেখছেন এই মনোমুগ্ধকর দৃশ্য।
স্থানীয় কলেজছাত্র রাফি, “প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় গাছটার নিচ দিয়ে হেঁটে যাই। এমন রঙিন কৃষ্ণচূড়া দেখলে মনটাই ভালো হয়ে যায়। মনে হয় প্রকৃতিও আমাদের জন্য কিছু দিতে জানে।”
বাজারের দোকানদার মো.রফিকুল হোসেন , “প্রতিবছর গাছটা ফুলে ভরে ওঠে, কিন্তু এবারের ফুলের রং আর পরিমাণ চোখে পড়ার মতো। অনেকেই এসে দাঁড়িয়ে ছবি তোলে, ভিডিও করে।”
এই কৃষ্ণচূড়া যেন তাফালবাড়ি বাজারের কোলাহলের মাঝে প্রকৃতির এক শান্ত নিরবতা, যার শোভা সবাইকে কিছু সময়ের জন্য হলেও থমকে যেতে বাধ্য করছে।
বার্তাকণ্ঠ/নাজমুল/নজরুল
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।। 






































