
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাদ বাজারে অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার অবৈধ মিটার কারেন্ট জাল, ৪০০টি রিং চাই ও ৩ লাখ মিটার মশারি জাল জব্দ করা হয়েছে। পড়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১লা মে) উপজেলার আমিরাবাদ বাজারের বিভিন্ন দোকানে উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমার নেতৃত্বে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মো. কাইয়ুম, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জব্দকৃত জালগুলো পড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তাকণ্ঠ/কামাল/নজরুল
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 





































