
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে গভীর রাতে একশতটি পটলের গাছ উপড়ে ফেলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইঘাটা গ্রামে।
জানা গেছে- উপজেলা বালিয়াদিঘী ইউনিয়নের কালায়হাটা গ্রামের আমেজ মন্ডলের ছেলে ধলু মন্ডল বান্দেখালি পাতারে ২৪ শতক জমি পটল চাষ করে আসছে।
গত ১ মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা উক্ত জমি থেকে ১০০ টি পটলের গাছ উপড়ে ফেলে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে ধলু মন্ডল জানায় আমার সাথে জমির ক্রয়ের টাকা নিয়ে একজনের সাথে বিরোধ চলে আসছে, সে এ ঘটানা পারে বলে সন্দেহ করছি।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: 




































