
মাটির দেয়াল ধসে পড়ে ফারুক শেখ (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক শেখ পলুপাড়া গ্রামের আবু তাহের শেখের একমাত্র সন্তান। এলাকাবাসীর বরাতে জানা গেছে, ঘটনার সময় ফারুক শেখ তার মাটির ঘরের পাশে বসে দাড়ি সেভ করছিলেন। এ সময় হঠাৎ করে পাশের মাটির দেয়াল ধসে পড়ে তার শরীরের উপর চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফারুক শেখের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাইবান্ধা প্রতিনিধি 






































