রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক পৌঁছে দিতে এসে মা-ছেলে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক মা ও তার ছেলে।  শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মা-ছেলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে তারা নিয়মিতভাবে দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ট্যাপেন্ডাটল সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খগেরহাট থেকে সাদ্দামের মোড় যাওয়ার রাস্তার পাশে অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত খাদেমুল ইসলাম বাবুর বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। আজ মাদকসহ মা-ছেলেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ বিএনপি: তারেক রহমান

মাদক পৌঁছে দিতে এসে মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক মা ও তার ছেলে।  শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মা-ছেলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে তারা নিয়মিতভাবে দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ট্যাপেন্ডাটল সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খগেরহাট থেকে সাদ্দামের মোড় যাওয়ার রাস্তার পাশে অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত খাদেমুল ইসলাম বাবুর বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। আজ মাদকসহ মা-ছেলেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে প্রেরণ করা হবে।