মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হালদায় ভেসে উঠল মৃত কাতলা মাছ!

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।
ভরা প্রজনন মৌসুমে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (৪ মে) বেলা ৩টার দিকে হালদা নদীর মাদার্শা মুন্সিমাঝির ঘাটের পাশে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয়রা। মাছটি উদ্ধার করে স্থানিয় রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার মৎস্য অফিসারকে খবর দেন। খবর পেয়ে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম ফোনে সন্ধ্যায় বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই প্রজনন মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা খুবই দূ:খজনক। কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা ও তার শাখা খালগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারী বৃদ্ধি করতে হবে। পরিবেশ অনুকুলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে আসলে চলতি মাসের পূর্ণিমার জোঁ’তে (১০ মে- ১৪ মে) না হয় অমাবস্যার জোঁ’তে (২৫ মে- ২৯ মে) হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

হালদায় ভেসে উঠল মৃত কাতলা মাছ!

প্রকাশের সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।
ভরা প্রজনন মৌসুমে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (৪ মে) বেলা ৩টার দিকে হালদা নদীর মাদার্শা মুন্সিমাঝির ঘাটের পাশে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয়রা। মাছটি উদ্ধার করে স্থানিয় রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার মৎস্য অফিসারকে খবর দেন। খবর পেয়ে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম ফোনে সন্ধ্যায় বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই প্রজনন মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা খুবই দূ:খজনক। কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা ও তার শাখা খালগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারী বৃদ্ধি করতে হবে। পরিবেশ অনুকুলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে আসলে চলতি মাসের পূর্ণিমার জোঁ’তে (১০ মে- ১৪ মে) না হয় অমাবস্যার জোঁ’তে (২৫ মে- ২৯ মে) হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।