শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক

ভোলা প্রতিনিধি।।

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) ভোররাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটকৃত মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশী অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জনপ্রিয়

যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক

প্রকাশের সময় : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ভোলা প্রতিনিধি।।

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) ভোররাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটকৃত মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশী অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।