
যশোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক হয়রানি ও দালালদের প্রতারণার অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।
দুদকের অভিযানে মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে, মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আলআমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় এবং অভিযোগে সত্যতা পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এ দণ্ড ও জরিমানাাদেশ প্রদান করেন।###
এ্যান্টনি অপু, স্টাফ রিপোর্টার; 






























