
সিরাজগঞ্জের সলঙ্গায় জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত বছর বয়সী শিশু মো. সোয়াইবের জীবন আজ সংকটাপন্ন। প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা সংগ্রহ করতে না পেরে চোখের সামনে সন্তানের মৃত্যু গোনার প্রহর গুনছেন তার বাবা আব্দুস সামাদ।
সোয়াইব উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া কালিবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, অসুস্থ সন্তানের চিন্তায় তার মা গত বছর অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে একাই সন্তানকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন বাবা সামাদ।
চিকিৎসকের ভাষ্যে বিপদের গভীরতা
শিশু বিশেষজ্ঞ ডা. মো. আলী রেজা ফারুক জানান, সোয়াইব জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত এবং তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। উন্নত চিকিৎসা দিতে হলে ঢাকায় হৃদরোগ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে অপারেশন করাতে হবে। সময়মতো চিকিৎসা না হলে শিশুটির শরীরে অন্যান্য জটিল রোগও বাসা বাঁধবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে তাকে।
বাবার আকুতি, চোখে অশ্রু
সোয়াইবের বাবা সামাদ বলেন, “চোখের সামনে ছেলের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু আমি তো গরিব মানুষ, এত টাকা কই পাব? স্ত্রীর মৃত্যুর পর আমার মন যেন পাথর হয়ে গেছে, এখন ছেলেকে হারাতে চাই না।” তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে ছেলের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানান।
প্রশাসনের বক্তব্য
উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে নির্দিষ্ট ছয়টি রোগের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিশুটির পরিবার চাইলে সঠিক কাগজপত্রসহ আবেদন করলে তা যাচাই-বাছাই করে সহায়তা প্রদান করা হবে। তবে সোয়াইবের চিকিৎসায় যে বিপুল অর্থ প্রয়োজন, তা তুলতে সমাজের সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সহযোগিতার আহ্বান
চিকিৎসার অভাবে মৃত্যু যেন আর একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে না নেয়—এমনই প্রত্যাশা এলাকাবাসীর। সোয়াইবের জন্য এখনই মানবিক সহযোগিতা প্রয়োজন। কেউ যদি সাহায্য করতে চান, সরাসরি তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা স্থানীয় সমাজসেবা অফিসের মাধ্যমে সহায়তা করতে পারেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: ।। 







































