মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেতা সেলিম গ্রেপ্তার

জহিরুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ অনলাইনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো সেলিম।

শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ওসি মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভার্চুয়াল বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমককে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয়

নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার সতর্কসংকেত যুক্তরাষ্ট্রের

আ.লীগ নেতা সেলিম গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ অনলাইনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো সেলিম।

শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ওসি মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভার্চুয়াল বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমককে গ্রেপ্তার করা হয়।