বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বর আসার আগেই বিয়ে বাড়িতে ইউএনও

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের সব আয়োজন সম্পন্ন। বর আসার সময় সমাগত। এমন সময় বন্ধ করে দেওয়া হলো বিয়ে। উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

বাল্যবিয়ের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে বাল্যবিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রান্না করা খাবার এতিমদের মধ্যে বিতরণ করেন। এ ছাড়া ওই শিক্ষার্থী যেন বিদ্যালয়ে যান সেটি নিশ্চিত করতে এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসী বরের সঙ্গে রোববার (১১ মে) বিয়ের দিন ধার্য হয়। বিয়ে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয় এমনকি রান্নাবান্নাও শেষ। বর আসার সময় হয়ে এসেছে- এমন সময় বেলা দেড়টার দিকে বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতের এ খবর পেয়ে বর ও তাদের লোকজন পালিয়ে গেছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেই। তাছাড়া সে যাতে সোমবার থেকেই স্কুলে যায় তাও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

বর আসার আগেই বিয়ে বাড়িতে ইউএনও

প্রকাশের সময় : ০৭:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের সব আয়োজন সম্পন্ন। বর আসার সময় সমাগত। এমন সময় বন্ধ করে দেওয়া হলো বিয়ে। উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

বাল্যবিয়ের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে বাল্যবিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রান্না করা খাবার এতিমদের মধ্যে বিতরণ করেন। এ ছাড়া ওই শিক্ষার্থী যেন বিদ্যালয়ে যান সেটি নিশ্চিত করতে এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসী বরের সঙ্গে রোববার (১১ মে) বিয়ের দিন ধার্য হয়। বিয়ে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয় এমনকি রান্নাবান্নাও শেষ। বর আসার সময় হয়ে এসেছে- এমন সময় বেলা দেড়টার দিকে বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতের এ খবর পেয়ে বর ও তাদের লোকজন পালিয়ে গেছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেই। তাছাড়া সে যাতে সোমবার থেকেই স্কুলে যায় তাও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।