শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল নারীর

প্রতীকী ছবি

বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসময় তার  একটি গরুও মারা গেছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম ডালাচাড়া গ্রামের জামাল হোসেন মিস্ত্রির স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, কোহিনুর বেগম তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সন্ধ্যায় বিল থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম আরিফ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। তারা তথ্য সংগ্রহ করেছেন। মরদেহ পরিবারের সিদ্ধান্তে দাফন হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান জাগো নিউজকে বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।

গত ১৫ দিনে আমতলী উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। তাদের তিনজনই মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

জনপ্রিয়

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল নারীর

প্রকাশের সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসময় তার  একটি গরুও মারা গেছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম ডালাচাড়া গ্রামের জামাল হোসেন মিস্ত্রির স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, কোহিনুর বেগম তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সন্ধ্যায় বিল থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম আরিফ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। তারা তথ্য সংগ্রহ করেছেন। মরদেহ পরিবারের সিদ্ধান্তে দাফন হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান জাগো নিউজকে বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।

গত ১৫ দিনে আমতলী উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। তাদের তিনজনই মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।