
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
এন বি আর এর উদ্যোগে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ২৩ ঢাকা এর উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে লায়ন্স সাফার ওয়ার্ল্ড মার্কেটে স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি ২০২৫ এর আয়োজন করা হয় ।
সাধারণ জনগণকে , ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে আয়কর আইন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় এই এসেসমেন্ট অনুষ্ঠানে । এছাড়া দেশের বিরাজমান আইনে নির্ভয়ে ও নিঃসংকচে যাতে সাধারণ মানুষ রাজস্ব প্রদান করতে পারে সেই জন্য এই জন সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ২৩ ঢাকা এর যুগ্ম কর কমিশনার কামরুন নাহার শম্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল ২৩ ঢাকা এর সহকারী কর কমিশনার মিজানুর রহমান । কর অঞ্চল ২৩ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ সেলিম হোসেন ও কর অঞ্চল ২৩ ঢাকা এর অতিরিক্ত সহকারী কর কমিশনার সাহা জাহান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে লায়ন্স সাফার ওয়ার্ল্ড মার্কেটের প্রায় ৫০ জন ব্যবসায়ী নিজ উদ্যোগে টিআইএন ফরম পূরণ করে পর প্রদান করেন।
দেশের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের আয়োজনকে সাধারণ ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছে।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 






































