মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
লায়ন্স জেলা ৩১৫ এ-২ এর

প্রথম ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হলেন মহসিন ইমাম চৌধুরী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি।।

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ এর ৩০তম বার্ষিক কনভেনশন গত ৯ ও ১০ মে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ বিপুল ভোটে ১ম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৯৮৯ সালে লিউইজমের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হন মহসিন ইমাম চৌধুরী। পরবর্তীতে ১৯৯৯-২০০০ লায়ন্স বর্ষে লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট, ২০০০-২০০১ লায়ন্স বর্ষে লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও ২০২০-২০২১ লায়ন্স বর্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-২ এর কেবিনেট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে নির্বাচনে লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ বিপুল ভোটে ২য় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা ৩১৫এ২ এর বার্ষিক কনভেনশনে ভাইস জেলা গভর্ণর ইলেকশনে বিপুল ভোটে ২য় ভাইস জেলা  গভর্ণর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।

লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে জন্মগ্রহন করেন । তাহার পিতা মরহুম শামসুল হক চৌধুরী এবং মাতা মরহুমা আনোয়ারা চৌধুরী।

তিনি ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ  ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল  এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

সমাজসেবা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ এর সদস্যরা তাঁর উপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।
নবনির্বাচিত ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ন্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। লায়ন সদস্যরা সরকারের সহযোগী হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছেন।

জনপ্রিয়

আকাশে ইতিহাস রচনা করলো তুরস্ক

লায়ন্স জেলা ৩১৫ এ-২ এর

প্রথম ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হলেন মহসিন ইমাম চৌধুরী

প্রকাশের সময় : ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি।।

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ এর ৩০তম বার্ষিক কনভেনশন গত ৯ ও ১০ মে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ বিপুল ভোটে ১ম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৯৮৯ সালে লিউইজমের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হন মহসিন ইমাম চৌধুরী। পরবর্তীতে ১৯৯৯-২০০০ লায়ন্স বর্ষে লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট, ২০০০-২০০১ লায়ন্স বর্ষে লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও ২০২০-২০২১ লায়ন্স বর্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-২ এর কেবিনেট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে নির্বাচনে লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ বিপুল ভোটে ২য় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা ৩১৫এ২ এর বার্ষিক কনভেনশনে ভাইস জেলা গভর্ণর ইলেকশনে বিপুল ভোটে ২য় ভাইস জেলা  গভর্ণর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।

লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে জন্মগ্রহন করেন । তাহার পিতা মরহুম শামসুল হক চৌধুরী এবং মাতা মরহুমা আনোয়ারা চৌধুরী।

তিনি ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ  ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল  এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

সমাজসেবা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ এর সদস্যরা তাঁর উপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।
নবনির্বাচিত ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ন্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। লায়ন সদস্যরা সরকারের সহযোগী হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছেন।