
সাভারে শাহিন নামের এক রং মিস্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে পৌরসভার ব্যাংক কলোনি এলাকার বিএনপির সাবেক এমপির বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, শাহিন নামে নিহত ওই ব্যক্তি এমপির বাড়ির সামনে বরুনের গ্যারেজের গাড়ির রং মিস্ত্রীর কাজ করতেন।
এদিকে ঘটনার পর খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার বিএনপির সাবেক এমপির বাড়ির সামনে গুলির শব্দ শোনেন স্থানীয়রা। পরে সেখানে রাস্তায় রক্তাক্ত ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রথমে সংশ্লিষ্ট থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য ঢাকায় মর্গে পাঠানো হবে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সাভার প্রতিনিধি 







































