
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও আইসিএসইটিইপি প্রকল্পের উদ্যোগে ‘স্ট্রাটেজিস ফর উইমেন ইন আইসিটি টু অ্যাডভ্যান্স দেয়্যার ক্যারিয়ারস অ্যান্ড লিডারশিপ রুলস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিএসই বিভাগের ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, নারীরা সব বাধা অতিক্রম করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন অধ্যাপক ড. শাহিনা সুলতানা এবং স্যামসাং ইলেকট্রনিক্সের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কানজুম আতিয়া বিনতি। তারা আইসিটি খাতে নারীদের ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশে নানা কৌশল তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেমিনার পরিচালনা করেন প্রভাষক আবু রাফে মো. জামিল।
যশোর অফিস 







































