
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী জুনিয়র হাই স্কুলের জন্য দুর্যোগ ও প্রশমন বিষয়ক ডিলিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিআইএস এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জনাব আফতাবী আলম ও তাদের টিম বিন্দু। উক্ত প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের কিভাবে অগ্নি নির্বাপন করতে হয় তা প্র্যাকটিক্যালি শেখানো হয়। উক্ত কর্মশালায় সাইক্লোন ভূমিকম্প বজ্রপাত অগ্নিসহ বিভিন্ন দুর্যোগে শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই অত্র কর্মশালায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী দের উদ্ভদ্ধ করেন অত্র প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































