রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির নাগরিকত্ব নিয়ে বড় ধরনের দুঃসংবাদ

ভাষা বা সংস্কৃতি না জানা বিদেশে বসবাসরত ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না দেশটিতে। সম্প্রতি ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তন আনার কারণে বিদেশে থাকা ইতালীর নাগরিকরা এই বিড়ম্বনার মধ্যে পড়বেন।

মার্কিন সংবাদমাধ্যমের   খবরে বলা হয়, ইতালীয় সরকার এই সপ্তাহে এমন একটি আইন প্রণয়ন করেছে যার ফলে পূর্বপুরুষের সম্পর্ক ধরে কারও পক্ষে ইতালীয় নাগরিকত্ব পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যারা ইতো এই প্রক্রিয়া শুরু করার জন্য অর্থ প্রদান করেছেন তাদেরও আশা ভেঙে গেছে।

পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন্ন দেশে জন্ম ও বসবাস করলেও ইতালির নাগরিক হওয়ার সুযোগ ছিল। ১৮৬১ সালের আইনের সংস্কার গত বুধবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে নতুন বিধান।

এতে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরাও আর আগের মতো তাদের বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবেন না। তারা এখন কেবল ইতালিতে চলে গিয়ে বসবাসের ভিত্তিতে আবেদন করে ইতালীয় হতে পারবেন।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একজন ইতালীয় বলেন, ‘আমি মনে করি এই নাগরিকত্ব প্রদানের সুবিধাটি দেয়া উচিত। তবে নাগরিকত্ব পেয়ে তারা যেন ইতালিতে থাকে।’

তবে ২৭ মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন, তারা আগের আইন অনুযায়ীই নাগরিকত্ব পাবেন। এর আগে ১৯৯২ সাল থেকে ‘ইয়ুস সাঙ্গুইনিস’ নীতি বা রক্তের অধিকারের মাধ্যমে দুই প্রজন্মের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল। যাদের কমপক্ষে একজন পিতা-মাতা, দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। তবে নতুন আইনের কারণে সীমাবদ্ধতা আনা হয়েছে সেই সুবিধায়।

জনপ্রিয়

বিমান থেকে লাফিয়ে পড়ছেন যাত্রীরা, ঘটনা কী?

ইতালির নাগরিকত্ব নিয়ে বড় ধরনের দুঃসংবাদ

প্রকাশের সময় : ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ভাষা বা সংস্কৃতি না জানা বিদেশে বসবাসরত ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না দেশটিতে। সম্প্রতি ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তন আনার কারণে বিদেশে থাকা ইতালীর নাগরিকরা এই বিড়ম্বনার মধ্যে পড়বেন।

মার্কিন সংবাদমাধ্যমের   খবরে বলা হয়, ইতালীয় সরকার এই সপ্তাহে এমন একটি আইন প্রণয়ন করেছে যার ফলে পূর্বপুরুষের সম্পর্ক ধরে কারও পক্ষে ইতালীয় নাগরিকত্ব পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যারা ইতো এই প্রক্রিয়া শুরু করার জন্য অর্থ প্রদান করেছেন তাদেরও আশা ভেঙে গেছে।

পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন্ন দেশে জন্ম ও বসবাস করলেও ইতালির নাগরিক হওয়ার সুযোগ ছিল। ১৮৬১ সালের আইনের সংস্কার গত বুধবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে নতুন বিধান।

এতে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরাও আর আগের মতো তাদের বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবেন না। তারা এখন কেবল ইতালিতে চলে গিয়ে বসবাসের ভিত্তিতে আবেদন করে ইতালীয় হতে পারবেন।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একজন ইতালীয় বলেন, ‘আমি মনে করি এই নাগরিকত্ব প্রদানের সুবিধাটি দেয়া উচিত। তবে নাগরিকত্ব পেয়ে তারা যেন ইতালিতে থাকে।’

তবে ২৭ মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন, তারা আগের আইন অনুযায়ীই নাগরিকত্ব পাবেন। এর আগে ১৯৯২ সাল থেকে ‘ইয়ুস সাঙ্গুইনিস’ নীতি বা রক্তের অধিকারের মাধ্যমে দুই প্রজন্মের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল। যাদের কমপক্ষে একজন পিতা-মাতা, দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। তবে নতুন আইনের কারণে সীমাবদ্ধতা আনা হয়েছে সেই সুবিধায়।