শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমানের নিরাপত্তা নিয়ে সংশয়, গ্রেপ্তার ২

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা নিয়ে প্রায় আলোচনা হয়। ফের নায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই বলিউড সুপারস্টারের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ঘটনার সময় পৃথক দিনে তারা দুজনই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন বলে পুলিশ জানায়।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছত্তিসগড়ের জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং দিল্লির ঈশা ছাবড়া (৩২)। পুলিশ জানায়, মঙ্গলবার (২০মে) সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র প্রথমবার সালমান খানের বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে সরে যেতে বললে, সে রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলে।

সেদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি আবারও একটি বাসিন্দার গাড়ির পেছনে লুকিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তবে পুলিশ তাকে দ্রুতই ধরে ফেলে এবং বান্দ্রা থানায় হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র জানায়, সে সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাকে অনুমতি না দেয়ায় সে লুকিয়ে প্রবেশের চেষ্টা করে। পরদিন  ভোর ৩টা ৩০ মিনিটে ঈশা ছাবড়া একইভাবে প্রবেশের চেষ্টা করে এবং লিফট পর্যন্ত পৌঁছে যায়। পরে তাকেও নিরাপত্তা বাহিনী ধরে ফেলে। বান্দ্রা থানার এক কর্মকর্তা জানান, দুই আসামির বিরুদ্ধেই বেআইনিভাবে প্রবেশের মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সালমান খানের বাড়ির সামনে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। ২০২৪ সালের ১৪ এপ্রিল বিষ্ণোই গ্যাংয়ের দুই মোটরসাইকেল আরোহী অভিনেতার বাড়ির সামনে গুলি ছোড়ে। পরে জানা যায়, এটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিকল্পিত হামলা ছিল।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ২০২৩ সালে জানায়, সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট লিস্টে এক নম্বরে ছিলেন, কারণ ১৯৯৮ সালের কালো হরিণ শিকার মামলা বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। এই কারণে সালমান খান বর্তমানে ‘ওয়াই প্লাস’ সিকিউরিটি কভার পাচ্ছেন এবং তার বাসভবনে বড় ধরনের নিরাপত্তা সংস্কারও করা হয়েছে।এছাড়া, অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পরও তার নিরাপত্তা আরো জোরদার করা হয়।

এ বছরের মার্চ মাসে ‘সিকান্দার’ সিনেমার প্রচারে এক প্রেস কনফারেন্সে সালমান খান বলেন, আমি এখন শুধু শুটিংয়ের সময় বাইরে যাই। গ্যালাক্সি থেকে সরাসরি শুটিং লোকেশনে যাই, তারপর বাসায় ফিরি। কোনো ঘোরাঘুরি নেই। নিরাপত্তা এখন আমার স্টাইলকেও বাধাগ্রস্ত করে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

সালমানের নিরাপত্তা নিয়ে সংশয়, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা নিয়ে প্রায় আলোচনা হয়। ফের নায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই বলিউড সুপারস্টারের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ঘটনার সময় পৃথক দিনে তারা দুজনই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন বলে পুলিশ জানায়।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছত্তিসগড়ের জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং দিল্লির ঈশা ছাবড়া (৩২)। পুলিশ জানায়, মঙ্গলবার (২০মে) সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র প্রথমবার সালমান খানের বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে সরে যেতে বললে, সে রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলে।

সেদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি আবারও একটি বাসিন্দার গাড়ির পেছনে লুকিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তবে পুলিশ তাকে দ্রুতই ধরে ফেলে এবং বান্দ্রা থানায় হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র জানায়, সে সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাকে অনুমতি না দেয়ায় সে লুকিয়ে প্রবেশের চেষ্টা করে। পরদিন  ভোর ৩টা ৩০ মিনিটে ঈশা ছাবড়া একইভাবে প্রবেশের চেষ্টা করে এবং লিফট পর্যন্ত পৌঁছে যায়। পরে তাকেও নিরাপত্তা বাহিনী ধরে ফেলে। বান্দ্রা থানার এক কর্মকর্তা জানান, দুই আসামির বিরুদ্ধেই বেআইনিভাবে প্রবেশের মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সালমান খানের বাড়ির সামনে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। ২০২৪ সালের ১৪ এপ্রিল বিষ্ণোই গ্যাংয়ের দুই মোটরসাইকেল আরোহী অভিনেতার বাড়ির সামনে গুলি ছোড়ে। পরে জানা যায়, এটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিকল্পিত হামলা ছিল।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ২০২৩ সালে জানায়, সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট লিস্টে এক নম্বরে ছিলেন, কারণ ১৯৯৮ সালের কালো হরিণ শিকার মামলা বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। এই কারণে সালমান খান বর্তমানে ‘ওয়াই প্লাস’ সিকিউরিটি কভার পাচ্ছেন এবং তার বাসভবনে বড় ধরনের নিরাপত্তা সংস্কারও করা হয়েছে।এছাড়া, অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পরও তার নিরাপত্তা আরো জোরদার করা হয়।

এ বছরের মার্চ মাসে ‘সিকান্দার’ সিনেমার প্রচারে এক প্রেস কনফারেন্সে সালমান খান বলেন, আমি এখন শুধু শুটিংয়ের সময় বাইরে যাই। গ্যালাক্সি থেকে সরাসরি শুটিং লোকেশনে যাই, তারপর বাসায় ফিরি। কোনো ঘোরাঘুরি নেই। নিরাপত্তা এখন আমার স্টাইলকেও বাধাগ্রস্ত করে।