
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতার গাড়ি বহরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অবশেষে ৫ দিন পর শুক্রবার (২৩ মে) রাতে কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মিঠু বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেছেন। এ মামলায় নড়াগাতি থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, সহসভাপতি আসজাদুর রহমান ওরফে মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সহসভাপতি নওশের বিশ্বাসসহ ৭৫ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ও এজহার সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) দুপুর ২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট তাঁর সফর সঙ্গিদের নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কালিয়া পৌরসভার বেন্দারচর সোলাবিলে একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। তাকে স্বাগত জানাতে কালিয়া উপজেলা বিএনপি, কালিয়া পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার নড়াগাতি থানার চাপাইল ব্রিজ ঘাট থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা করে যোগানিয়া বাস স্ট্রান্ডের কাছে জাফর মোল্যার গোডাউনের সামনে পৌঁছালে রাজনৈতিক প্রতিপক্ষ আসামীদের হাতে থাকা বন্দুক, শটগান, রামদা, ছামুরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় আব্দুল লতিফ সম্রাটকে মাইক্রোবাস থেকে নামিয়ে এনে পিটিয়ে মারাত্মক জখম করে। এছাড়া ২৭খানা মোটরসাইকেল ভেঙ্গে ফেলে পরে আগুন ধরিয়ে দেয়।
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিএনপি নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নড়াইল প্রতিনিধি 






































