
ছোটপর্দার একসময়ের জনপ্রিয় মুখ নবনীতা দাস এবং অভিনেতা জিতু কামলের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। তবে, ২০২৩ সালের মাঝামাঝি, চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি। বিচ্ছেদের পর আলাদা পথে হাঁটলেও, সময়ের সঙ্গে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন নবনীতা।
হিন্দুস্তানের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন এবং সম্পর্ক নিয়ে মুখ খোলেন নবনীতা দাস। নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি তো এখনও সংসার করছি।’ আর এ থেকেই শুরু হয় আলোচনা। অনেক ভক্ত প্রশ্ন করেন তবে কি অভিনেত্রী বিয়ে করেছেন নাকি জিতুর সঙ্গে ফের এক হইয়েছেন। তবে নবনীতা নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘বিয়ে মানে সংসার নয়। সংসার মানে শুধু একটি সম্পর্ক বা সঙ্গী নয়। আমি আমার নিজের মতো করে একটি জীবন গড়েছি যেখানে আছে দায়িত্ব, ভালোবাসা আর স্বাধীনতা। এটাও এক ধরনের সংসার।’
তবে কি আবার বিয়ের কথা ভাবছেন অভিনেত্রী। এই প্রশ্নে একটু হেসে নবনীতা জানান, ‘আগে কখনও ভেবেচিন্তে কিছু করিনি। ভবিষ্যতেও করব না। জীবন এখন যেমন চলছে, তাতেই আমি খুশি। ২০২৩ সালের মাঝামাঝি, চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন জিতু কমল ও নবনীত।
সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেল থেকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। অনেকেই ভাবছেন, নবনীতা এবার মুম্বাইতে স্থায়ী হচ্ছেন।
সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেল থেকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। অনেকেই ভাবছেন, নবনীতা এবার মুম্বাইতে স্থায়ী হচ্ছেন। কিন্তু অভিনেত্রীর বক্তব্য, ‘সেখানে আমার বিয়ের বাড়ি ছিল। অনেকদিনের ইচ্ছে ছিল ঐতিহ্যবাহী ওই হোটেলে কিছুটা সময় কাটানোর। তাই গিয়েছিলাম, থাকব বলে না।’
বর্তমানে নিজের ব্যবসার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন নবনীতা। অভিনয় থেকে এক ধরনের বিরতি নিয়েছেন ঠিকই, তবে ভক্তরা অপেক্ষায় কবে তাদের প্রিয় নায়িকা আবার পর্দায় ফিরবেন।
বিনোদন ডেস্ক 







































