শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুমুর দৃশ্য শেষ হওয়া মাত্রই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি: নীনা গুপ্ত

ছবি-সংগৃহীত

নায়ক-নায়িকাকে গল্পের প্রয়োজনে পর্দায় কত কিছুই না করতে হয়। কখনও ধ্ননী কখনও গরিব। আবার কখনও ঘনিষ্ট দৃশ্যেও অভিনয় করতে হয়। কিন্তু অনেক অভিনেত্রী আছেন যারা ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় প্রথমবার চুমুর দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বলিউড ও টেলিভিশন অভিনেত্রী নীনা গুপ্তা।

বলিউডে যত জন সাহসী অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম নীনা। ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কের কথা সকলের জানা। বিয়ে করেননি এই তারকা জুটি। তবুও নীনা-ভিভের এক সন্তান। বিয়ে না করেই এক সন্তানের মা হয়েছেন। যা নিয়ে সোরগোল পড়েছিল বলিউডে। ব্যক্তিগত জীবনের মতো পর্দায়ও নিজেকে মেলে ধরেছেন সাহসী অভিনেত্রী হিসেবে। তবে প্রথমবার চুমুর দৃশ্যে অভিনয় করা মটেও সুখকর ছিল না।

টেলিভিশন ধারাবাহিকে দিলীপ ধাওয়ানকে ঠোঁটঠাসা চুমু দিয়েছিলেন অভিনেত্রী। স্মৃতি হাতড়ে সেই অভিজ্ঞতার কথা বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে সব ধরনের দৃশ্যের সঙ্গে পরিচিত হওয়া উচিৎ। কখনও কখনও কাদার মধ্যে পা দেওয়ার দৃশ্য। আবার কখনও বা রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। দিলীপ ধাওয়ানের সঙ্গে চুমুর দৃশ্যের আগের রাতে আমি ঘুমতে পারিনি। এমন নয় যে আমরা ভালো বন্ধু ছিলাম না। ও (দিলীপ ধাওয়ান) দেখতেও বেশ সুন্দর ছিল। কিন্তু আমি শারীরিক ও মানসিক ভাবে নিজেই তৈরি ছিলাম না। খুব চিন্তায় ছিলাম।

এখানেই শেষ না নীনা আরও বলেন, কেউ কমেডি চরিত্রে অভিনয় করতে পারেন না। কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না। ধারাবাহিক নাটকে দিলীপের সঙ্গে চুমুর দৃশ্য শেষ হওয়া মাত্রই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি। আমার জন্য চুমুর দৃশ্যে অভিনয় বেশ কষ্টসাধ্য ছিল।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

চুমুর দৃশ্য শেষ হওয়া মাত্রই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি: নীনা গুপ্ত

প্রকাশের সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নায়ক-নায়িকাকে গল্পের প্রয়োজনে পর্দায় কত কিছুই না করতে হয়। কখনও ধ্ননী কখনও গরিব। আবার কখনও ঘনিষ্ট দৃশ্যেও অভিনয় করতে হয়। কিন্তু অনেক অভিনেত্রী আছেন যারা ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় প্রথমবার চুমুর দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বলিউড ও টেলিভিশন অভিনেত্রী নীনা গুপ্তা।

বলিউডে যত জন সাহসী অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম নীনা। ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কের কথা সকলের জানা। বিয়ে করেননি এই তারকা জুটি। তবুও নীনা-ভিভের এক সন্তান। বিয়ে না করেই এক সন্তানের মা হয়েছেন। যা নিয়ে সোরগোল পড়েছিল বলিউডে। ব্যক্তিগত জীবনের মতো পর্দায়ও নিজেকে মেলে ধরেছেন সাহসী অভিনেত্রী হিসেবে। তবে প্রথমবার চুমুর দৃশ্যে অভিনয় করা মটেও সুখকর ছিল না।

টেলিভিশন ধারাবাহিকে দিলীপ ধাওয়ানকে ঠোঁটঠাসা চুমু দিয়েছিলেন অভিনেত্রী। স্মৃতি হাতড়ে সেই অভিজ্ঞতার কথা বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে সব ধরনের দৃশ্যের সঙ্গে পরিচিত হওয়া উচিৎ। কখনও কখনও কাদার মধ্যে পা দেওয়ার দৃশ্য। আবার কখনও বা রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। দিলীপ ধাওয়ানের সঙ্গে চুমুর দৃশ্যের আগের রাতে আমি ঘুমতে পারিনি। এমন নয় যে আমরা ভালো বন্ধু ছিলাম না। ও (দিলীপ ধাওয়ান) দেখতেও বেশ সুন্দর ছিল। কিন্তু আমি শারীরিক ও মানসিক ভাবে নিজেই তৈরি ছিলাম না। খুব চিন্তায় ছিলাম।

এখানেই শেষ না নীনা আরও বলেন, কেউ কমেডি চরিত্রে অভিনয় করতে পারেন না। কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না। ধারাবাহিক নাটকে দিলীপের সঙ্গে চুমুর দৃশ্য শেষ হওয়া মাত্রই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি। আমার জন্য চুমুর দৃশ্যে অভিনয় বেশ কষ্টসাধ্য ছিল।