মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়া-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জের ব্যস্ততম সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ গুরুত্বপূর্ণ  সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কালিয়া-গোপালগঞ্জ সড়কে দীর্ঘদিন থেকে এ বেহালদশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা এ সড়কটি সংস্কারের বিষয় উদাসিন। সচেতন মহল সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিন দেখা যায়, উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া মোড় থেকে চাপাইল সেতু পর্যন্ত  গুরুত্বপূর্ণ সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা  ছোটোখাটো পুকুর। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোটো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে। অপরদিকে, সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কে ট্রাকসহ ছোটবড় সকল ধরনের যানবাহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেহাল দশা এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী মহল, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এ সড়কে যানবাহনসহ চলাচল করে থাকে।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এ দূর্ভোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু অদ্যাবধি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, এ সড়কের সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।#
জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

কালিয়া-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা

প্রকাশের সময় : ১১:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
নড়াইলের কালিয়া-গোপালগঞ্জের ব্যস্ততম সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ গুরুত্বপূর্ণ  সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কালিয়া-গোপালগঞ্জ সড়কে দীর্ঘদিন থেকে এ বেহালদশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা এ সড়কটি সংস্কারের বিষয় উদাসিন। সচেতন মহল সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিন দেখা যায়, উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া মোড় থেকে চাপাইল সেতু পর্যন্ত  গুরুত্বপূর্ণ সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা  ছোটোখাটো পুকুর। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোটো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে। অপরদিকে, সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কে ট্রাকসহ ছোটবড় সকল ধরনের যানবাহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেহাল দশা এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী মহল, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এ সড়কে যানবাহনসহ চলাচল করে থাকে।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এ দূর্ভোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু অদ্যাবধি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, এ সড়কের সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।#