
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন সহ নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করে। বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও
সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ
অতিথি হিসাবে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা ও বর্ণাঢ্য রাজনীতির বিভিন্ন কর্মকান্ডের উপর আলোচনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমশের আলী মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাঁন মনিরুল ইসলাম। সৈয়দ নাসির আহম্মেদ মালেক। পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী রবি,, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায়
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।এছাড়াও উপজেলা গুলিতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরন করা হয়েছে।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 






































