
আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজের ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রের অভিনেত্রী লরেটা জেন সুইট মারা গেছেন। গতকাল শুকবার (৩০ মে) নিউইয়র্ক সিটিতে নিজে বাসভবনে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর প্রতিনিধি।
অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানান, দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
সুইট টেলিভিশন সিরিজে ‘এম এ এস এইচ’এ অভিনয়ে সুবাদে ছয় বার এ্যমি পুরস্কার মনোনীত হন। এরমধ্যে ১৯৮০ সালে এবং ১৯৮২ সালে দুইবার এ্যামি পুরস্কার জিতেছিলেন। এই সিরিজে দীর্ঘসময় অভিনয়শিল্পীদের মধ্যে সুইট অন্যতম।
বর্ণাঢ্য অভিনয় জীবনে ‘এম এ এস এইচ’ ছাড়াও অভিনয় করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো টিভি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’।
অভিনেত্রীর জন্ম আমেরিকার নিউ জার্সিতে। তবে তিনি নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ে প্রশিক্ষণ নেন। টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। বিভিন্ন টিভি শোতে অতিথি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু।
অভিনেত্রী ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। অভিনয়ের পাশাপাশি পশু সুরক্ষার লক্ষ্যে ‘SwitHeart Animal Alliance’ নামে একটি সংস্থা গড়ে তোলেন। পশু সুরক্ষা কাজে অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
বিনোদন ডেস্ক 







































