শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মা হলেন ‘হীরামান্ডি’র আলমজেব

ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে নেন এই অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন; এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর।

হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। বড় পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। পরিচালক সঞ্জয় লীলা ভানশালী তার মামা হন। এছাড়াও মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত। তবে শারমিনের পর্দায় আসেন  মূলত মামা ভানশালীর হাত ধরেই। যদিও সিরিজটিতে কাজ ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল শারমিনকে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

মা হলেন ‘হীরামান্ডি’র আলমজেব

প্রকাশের সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে নেন এই অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন; এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর।

হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। বড় পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। পরিচালক সঞ্জয় লীলা ভানশালী তার মামা হন। এছাড়াও মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত। তবে শারমিনের পর্দায় আসেন  মূলত মামা ভানশালীর হাত ধরেই। যদিও সিরিজটিতে কাজ ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল শারমিনকে।