
মোস্তাকিম হোসেন রনি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (BCEM) বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র। তিনি একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অনন্য।
বর্তমানে তিনি কুয়েট ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিপার্টমেন্ট অব বিসিইএম রিসার্স সোসাইটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।
যুক্তির দীপ্তি, বুদ্ধির তীক্ষ্ণতা ও কণ্ঠের আত্মবিশ্বাসে তিনি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
শুধু বিতর্কেই নয় — রনি দাবা ও টেবিল টেনিস খেলায়ও প্রাণবন্ত ও জনপ্রিয় মুখ। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ইতোমধ্যেই তার গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে।
রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা ও ধর্মভীরু ও স্নেহময় গৃহিণী মমতাজ বেগমের পুত্র মোস্তাকিম হোসেন রনি। তার একমাত্র বড় বোন মদিরা আক্তার মীম, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে বিবিএ ও এমবিএ শেষ করে রবি-তে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত।
এক মেধাবী, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল ও আলোকিত তরুণের রনির জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। রনির জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যে ভরপুর, প্রতিটি যুক্তির দীপ্তি হোক সমাজ ও দেশের জন্য অনুপ্রেরণা।
বার্তাকণ্ঠ ডেস্ক 



















