শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু 

নিহত শরিফুল ইসলাম

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩৩) নামের এক স্কুল শিক্ষকের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াইজুল হক (টুনু) মাস্টারের ছেলে। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে স্কুল শিক্ষক শরিফুল ইসলাম তার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথিপথে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি দ্রুতগামি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার (ওসি) জাকিয়া মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু 

প্রকাশের সময় : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩৩) নামের এক স্কুল শিক্ষকের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াইজুল হক (টুনু) মাস্টারের ছেলে। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে স্কুল শিক্ষক শরিফুল ইসলাম তার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথিপথে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি দ্রুতগামি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার (ওসি) জাকিয়া মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।