
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি ট্যেকনিক্যাল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা দোয়া মাহফিলো সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।
এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ প্রমুখ। আলোচনায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণঢ্য জীবনের ওপর আলোকপাত করেন।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 





































