
মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকরের খন্ড কাপালিখন্ড এলাকায় ৭ নং ওয়ার্ডের ল্যামপোষ্টে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফেস্টুন ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্যাস্টুনের ছবি ছিঁড়ে ফেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ জুন) সকাল ১১ টায় স্থানীয় কাপালি খন্ড এলাকায় বিএনপি’র ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কবির আঁকন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শুকুর মাতুব্বর, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ খোকন শেখ, সাঃসম্পাদক মোঃপলাশ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃমুসা আকঁন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মাসুম ফরাজি সহ বিভিন্ন ওয়ার্ডের যুবদল, সেচ্ছাসেবকদল,কৃষক দল,ছাত্রদল এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সুন্দরবন ইউনিয়নের ফেস্টুন ব্যানার রাতের আঁধারে আওয়ামী দোসরা দাড়ালো দেশী অস্ত্র দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এবং কিছু দেশীয় অস্ত্র পাশে পানির ডোবা থেকে উদ্ধার করা হয়, আওয়ামী দোসররা তারা বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত আছে। ফেস্টুন ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহ সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম খোকন এর ছবি সম্বলিত এ ফেস্টুন ছিঁড়ে কেটে ফেলে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি’র দ্রুত আইনগত ব্যাবস্থা নিবেন ও প্রশাসনের প্রতি দুষ্কৃতকারিদের তদন্তপূর্বক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।
মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধি 







































