
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। বুধবার (০৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরে ৩জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি মাহিন্দ্র এবং মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।
ফরিদপুর প্রতিনিধি 






































