
কুমিল্লার দেবিদ্বারে ফখরুল আলম নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলার বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মো. ফখরুল আলমকে (৫১) গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
মো. ফখরুল আলম উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের মৃত. আব্দুল হামিদ মাষ্টারের পুত্র এবং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফখরুল আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামি। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবু বকরকে হত্যা চেষ্টার তথ্যপ্রমাণে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বক্করের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. ফখরুল আলম। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি 





































