
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর উপর হওয়া ‘মতলব সেতুর’ দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেতুর কয়েকটি জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিন্মচাপের কারনে এবং কয়েকদিনের বৃষ্টিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এখন যেনো মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ঢাকা থেকে হাজার হাজার যানবাহন চলাচল করে।
মতলব সেতুর দুপাড় অর্থাৎ ভাঙ্গারপাড় ও বাইশপুর এলাকায় ৫/৭ টি স্থানে বড় বড় সুরঙ্গ তৈরি হয়। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে ভেঙে যেতে পারে মতলব সেতু।
স্থানীয় এলাকাবাসী জানান,গত ১০ দিন আগে ওই সড়কের মেরামতের কাজ করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু গেল কয়েকদিনের বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত সড়কটি এখন অচলাবস্থা।
পথচারী মোঃ সোহেল রানা সরকার বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই দিনে রাতে চলাচল করি। এখন এমন অবস্থা হইছে রাস্তার যে কোনো সময় বিপদ ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা মিরান হোসেন মিয়াজী বলেন, এই জায়গাটা প্রায় ভাঙ্গে। কয়েক মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়ছে।
স্কুল শিক্ষক জসিম উদ্দিন বলেন, এই ভাঙা সুরঙ্গ যদি দ্রুত সংস্কার না হয় তাহলে ব্রীজটি আস্তে আস্তে ভেঙে যাবে। প্রায় সময় এই জায়গায় সুরঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো।
অটোরিকশা চালক আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি হইলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই অবস্থা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়। রাস্তাটি ঠিক করা খুবই দরকার। জনদুর্ভোগ লাগব করতে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানিয়েছে পথচারী ও এলাকাবাসী।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































