
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে কোরবানী করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়লেন সাবেক কাউন্সিলর জানে আলম জনি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। স্থানীয়রা জানে আলম জনিকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে।
শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জানে আলম রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত আবদুল মালেকের ছেলে।
সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান এই আওয়ামী লীগ নেতা। শুক্রবার সন্ধ্যায় কোরবানির উপলক্ষে রাউজান পৌরসভার নিজ বাসভবনে অবস্থান করার সংবাদ পেয়ে পুলিশ তার বাসভবনে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আওয়ামী লীগ নেতা অবস্থান করছেন সংবাদ পেয়ে পুলিশ তার বাসভবনে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদলতের নিকট সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 






































