
পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে বার্তাকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে প্রিয় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ত্যাগ ও কোরবানির এই মহিমান্বিত উৎসব আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, আত্মত্যাগ ও মানবিকতা। এই ঈদ হোক সকল হিংসা, বৈষম্য ও বিভেদের ঊর্ধ্বে উঠে একটি সমতা ও সহাবস্থানের সমাজ গড়ার প্রত্যয়। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় বার্তাকণ্ঠ পত্রিকা আজ এই অবস্থানে এসেছে।
আগামীতেও আমরা সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের কথা বলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আসুন, এই ঈদে আমরা একে অন্যের পাশে দাঁড়াই, মানবিকতার আলো ছড়িয়ে দিই পরিবার, সমাজ ও দেশের প্রতিটি কোণে। আবারও জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
।‘ঈদ মোবারক’৷
শুভেচ্ছান্তে:-
আলহাজ মহসিন মিলন
সম্পাদক ও প্রকাশক
(বার্তাকণ্ঠ)
স্টাফ রিপোর্টার 







































